Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারদায় প্রশিক্ষণরত ৬ সহকারী পুলিশ সুপার চাকরিচ্যুত

স্পেশাল করেসপডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭

ঢাকা: ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। তারা রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ছিলেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

অপসারণ হওয়া ৬ সহকারী পুলিশ সুপার হলেন— মো. আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব।

এর আগে, গত বছরের ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়।

সারাবাংলা/জেআর/এইচআই

৪০তম বিসিএস (পুলিশ) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর