Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র অর্থায়ন বাতিল করায় বাংলাদেশের কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন – (ফাইল ছবি)

ঢাকা: বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন সিদ্ধান্তে বাংলাদেশের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্র যে অর্থায়ন বন্ধ করেছে, এটা শুধু বাংলাদেশের জন্য স্পেসিফিক সিদ্ধান্ত নয়। এতে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। আমি মনে করি, আমাদের দেখতে হবে এবং আমাদের বিকল্প উপায়ে কীভাবে সংগ্রাম করতে পারি, এটা দেখতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’-এ ২ কোটি ৯০ লাখ ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/আরএস

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

ঢাকার পথে কুয়েটের শিক্ষার্থীরা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫০

আরো

সম্পর্কিত খবর