Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্কুটে ভ্যাট কমাল সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৩

বিস্কুট।

ঢাকা: সরকার বিস্কুটে ভ্যাট কমিয়েছে। নতুন সিদ্ধান্তে বিস্কুটে ভ্যাট কমে নেমে এসেছে অর্ধেকে। ১৫ শতাংশ থেকে ভ্যাট কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এনিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। এ তালিকায় ছিলো বেকারি পণ্যে বিস্কুট ও কেক। এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে বিস্কুটে ভ্যাট বসানোয় সমালোচনা হয়। এরপরই বিস্কুট থেকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। সেই ধারাবাহিকতায় বিস্কুটে ভ্যাট কমালো সরকার। তবে বাড়ানোর ভ্যাট ছিলো ৫ শতাংশ, সেখানে কমানোর পরও এই ভ্যাট সাড়ে শতাংশ।

সারাবাংলা/ইএইচটি/ইআ

বিস্কুট

বিজ্ঞাপন

খুলনা মহানগর বিএনপির সম্মেলন সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪

আরো

সম্পর্কিত খবর