আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই: চরমোনাই পীর
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭
ঢাকা: ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য আমাদের প্রয়াস সফল হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঐতিহাসিক চরমোনাই’র বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন ওলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘‘যখনই কোনো বাতিল শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, তখনই এদেশের ওলামা-মাশায়েখরা প্রতিবাদে গর্জে উঠেছে। তেমনিভাবে আগামী নির্বাচনে সকল বাতিল অপশক্তি রুখে দিয়ে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’’
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘‘আমি মনে করি আমাদের অন্তরের ঐক্য হলে বৃহত্তর ঐক্য সম্ভব। ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় এদেশের ইসলামপন্থীদের টেকসই ঐক্যে আমরা সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। যাই হোক না কেন আমরা কেউ আলাদা হব না। তাহলেই ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনা সম্ভব।’’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেন, ‘‘আজকে বাংলাদেশের ওলামা-মাশায়েখদের হাতে অনেক বড় সুযোগ এসেছে। আমরা যদি এ সুযোগে ইসলামকে বিজয়ী করতে না পারি তবে আগামীদিনে এই জাতি আমাদের ক্ষমা করবে না। আজকের বাংলাদেশের সর্বস্তরের মানুষের জাতীয় চাওয়া হল ইসলামপন্থীরা এগিয়ে আসুক। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’’
তিনি বলেন, ‘‘আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে একটি বাক্স দিতে চাই। ওলামায়ে দেওবন্দের ধারায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই এখন ঐক্যের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমকে। দেওবন্দি ধারার বাইরে জামায়াতে ইসলামী, সুন্নি এবং আহলে হাদীস আন্দোলনকে সাথে নিয়ে আগামী দিনে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’’
অন্যদের মধ্যে বক্তব্য দেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমাদ সিদকী হাফিজাহুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, আল্লামা জাফর আহমাদ পীর সাহেব ঢালকানগর, শায়খ ড. জাকারিয়া মুহাম্মদ (ইংল্যান্ড), হাফিজ্জি হুজুর রহ. এর জামাতা আল্লামা খালেদ সাইফুল্লাহ, মেরাজনগর মাদরাসার মুহতামীম মাওলানা রশিদ আহমাদ, আল্লামা আহমাদ সফী রহ. এর খলিফা ওমর ফারুক সন্দ্বীপি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ালীউল্লাহ, নগরকান্দার বিশিষ্ট আলেম মাওলানা লিয়াকত আলী, আফতাবনগর মাদরাসার মুহতামীম শাইখুল হাদীস মুফতি মোহাম্মাদ আলী, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের জিহাদী, মাদরাসাতুর শরফ নারায়ণগঞ্জের মুহতামীম মাওলান ওবায়দুল কাদের নদভী, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুল কাদের, মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক, যশোর কারিয়া মাদরাসার মুহতামীম মাওলানা আবু তালহা কারিয়ার হুজুর, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. একেএম ইউসুফ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শামসুল আলম প্রমুখ।
সারাবাংলা/এজেড/ইআ