Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ট্রলির চাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯

নিহত শিশু আরিয়ান। ছবি: সারাবাংলা।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আরিয়ান জোয়ার্দ্দার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার ছাতিয়ান কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান ওই এলাকার আরিফ জোয়ার্দ্দারের ছেলে।

স্থানীয়া ও পুলিশ সূত্রে জানায়ায়, দুপুরে আরিয়ান দৌড়ে রাস্তা পার হবার সময় একটি দ্রুতগতির ট্রলির চাপায় আরিয়ানের মৃত্যু হয়।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অসিত বাবু বলেন, ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা ট্রলিটি আটক করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

কুষ্টিয়া কুষ্টিয়ার মিরপুর ট্রলির চাপায় শিশু নিহত সড়ক দুর্ঘটনা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর