Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪০

ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঐতিহাসিক চরমোনাই’র বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন ওলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গাজী আতাউর রহমান বলেন, ‘যারা দ্রুত নির্বাচন চায় তাদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে। এটা করা যাবে না। আমাদের দাবি স্পষ্ট, আগে সংস্কার পরে নির্বাচন। আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন দিতে হবে। কারণ, যারা বিশৃঙ্খলা করতে চায়, তাদের আগে চিনে নিতে চাই। জনগণ আগে বিশৃঙ্খলাকারীদের বেঁধে ফেলতে চায়।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ইসলামপন্থিদের বিজয়ী করতে হবে। আমরা কাউকে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করব না, বরং ইসলামের পক্ষে এক বাক্স দিতে চাই। এ কথা শুনে কেউ কেউ পাগল হয়ে গেছে। এতে আমাদের কিছু যায় আসে না। সুতরাং আমরা এবার ইসলামী শক্তির বলয় বৃদ্ধি করতে চাই।’

গাজী আতাউর রহমান বলেন, ‘সারাদেশে আমাদের প্রার্থী প্রস্তুত আছে। আগামী নির্বাচনে আমরা ইসলামী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি এক হয়ে কাজ করব। এজন্য যে আসনে যে দলের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়, তার পক্ষেই কাজ করতে হবে। ৬৫ হাজার জনপ্রতিনিধির মধ্যে আগামী দিনে কমপক্ষে ৪০ হাজার আলেম প্রতিনিধি দিতে চাই। সুতরাং আমাদের প্রস্তত থাকতে হবে।’

ওলামা সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমীর এবং বগুড়া জামিল মাদরাসার শাইখুল হাদীস আব্দুল হক আজাদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, শায়খ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, বুদ্ধিষ্ট ফেডারেশন বাংলাদেশের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও জামিয়াতুস সুন্নাহ মাদারীপুরের মুহতামীম নেয়ামতুল্লাহ আল ফরিদী প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ দ্রুত নির্বাচন ভারতের সেনাবাহিনী যোগসাজশ

বিজ্ঞাপন

ঢাকার পথে কুয়েটের শিক্ষার্থীরা
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫০

আরো

সম্পর্কিত খবর