বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত: বিজিবি মহাপরিচালক
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭
ভারতের দিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর ছড়াচ্ছে, যেটি অতিরঞ্জিত। আমরা দুর্গাপূজার সময় আন্তর্জাতিক সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছিলাম। ফলে উৎসবটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মহাপরিচালক (ডিজি) পর্যায়ে চার দিনব্যাপী ৫৫তম বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠক ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত। যেখানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১২জন কর্মকর্তা যোগ দিয়েছেন।
বাংলাদেশ সীমান্তে বেড়া নিয়ে তিনি বলেন, ‘কোনো পক্ষই ১৫০ গজের মধ্যে স্থায়ী কাঠামো নির্মাণ করতে পারবে না। ১৫০ গজের মধ্যে বেড়া ভুল বোঝাবুঝি তৈরি হয়। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ আপত্তি জানিয়েছে এবং যথাযথ পরামর্শ ও পারস্পরিক আলোচনা হওয়া দরকার বলেও জানিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি ভবিষ্যতে এটি সমাধান করা হবে যাতে নো-ম্যানস ল্যান্ডে নির্মাণ কাজ করা যায়।’
বিজিবি মহাপরিচালক বলেন, ‘বর্ডার এলাইনমেন্ট সংক্রান্ত ১৯৭৫ সালের ধারা পরিবর্তনের কোনো আলোচনা হয়নি। এটি এই বৈঠকে আলোচনা সম্ভব নয়। শূন্য রেখা থেকে কতটা পিছিয়ে বেড়া দিতে হবে, তা সবসময়ই আলোচনার অংশ। আমরা এই অবস্থানগুলোতে যৌথ পরিদর্শনের অনুরোধ করেছি।’
অন্যদিকে সীমান্ত নিয়ে বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সীমান্তে নজরদারি করার জন্য আমাদের পর্যাপ্ত বাহিনী রয়েছে। একইসঙ্গে আমাদের কাছে প্রযুক্তিগত সমাধান, অত্যাধুনিক ব্যবস্থাও রয়েছে। আমরা আমাদের সিস্টেমের প্রতিটি এলাকার খোঁজ নিচ্ছি যাতে সীমান্তে যেকোনো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।’
সারাবাংলা/এইচআই
৫৫তম বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠক বিজিবি মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী