ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হয়ে দেশে ফিরছেন ৫ বাংলাদেশি
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০১ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭
ঢাকা: উন্নত জীবন ও ভালো কাজের আশায় ইউরোপের পথে পাড়ি জমিয়ে ভূমধ্যসাগর মৃত্যুর মুখোমুখি হওয়া পাঁচ বাংলাদেশি দেশে ফিরছেন। এ সময়ে তারা পাঁচ জন নির্মম অমানুষিক নির্যাতনের শিকার হন। তাদের পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণ। এমন পরিস্থিতির মুখ থেকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তারা।
বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ, মৃত্যুর হাতছানি আর বন্দিদশার নির্মমতা পেরিয়ে বেঁচে ফেরা এই পাঁচ বাংলাদেশি। দীর্ঘ দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে নিজের দেশে ফিরছেন মুন্সিগঞ্জের মোস্তাকিন সরকার, শেরপুরের মোজাম্মেল হক ও মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার এবং ইয়াসিন হাওলাদার।
দীর্ঘ আইনি লড়াই শেষে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও আলজেরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরছেন তারা।
এর আগে, একই ধরণের অপরাধের শিকার আরও আট বাংলাদেশি ২০২৪ সালের অক্টোবর মাসে ব্র্যাক ও টিআইপি (Trafficking in Persons) হিরো নেটওয়ার্কের সহায়তায় ফিরেছিলেন বাংলাদেশে।
সারাবাংলা/জেআর/ইআ