রাষ্ট্রক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবিতে রাবি শিক্ষার্থীদের ২ দিনের আল্টিমেটাম
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৭
রাবি: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসিতে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক প্রতিনিধি অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে ও রাষ্ট্রক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবিতে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান সজিব। তিনি বলেন, ‘জুলাই-আগস্টের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করেছি। কিন্তু জনগণের প্রত্যাশিত পরিবর্তন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। নতুন সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদ ও সংস্কার কমিশন গঠন করা হলেও সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকাকেন্দ্রিক একচ্ছত্র আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
তিনি আরও বলেন, ‘পিএসসি ও ইউজিসিতে ঢাকার বাইরের যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত না করে নীতিনির্ধারণী পদগুলোতে শুধু ঢাকার আধিপত্য কায়েম করা হয়েছে। আমরা এই বৈষম্যমূলক ব্যবস্থা প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে প্রশাসনিক কাঠামোয় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি। আমাদের দাবি বাস্তবায়নে সরকারের কাছে দুই দিনের সময় বেঁধে দিচ্ছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত সময়গুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পিএসসি ও ইউজিসিতে প্রতিনিধিত্ব করেছেন কিন্তু বর্তমানে ঢাকার বাইরে থেকে কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এটি অগ্রহণযোগ্য এবং অবিলম্বে সংস্কার প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা, পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সালমান শাকিল, আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমপি