‘অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের রক্তঝরা দিন একুশে ফেব্রুয়ারি’
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৬
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক রক্তঝরা দিন একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে ভাষা সৈনিকরা আত্মত্যাগের যে মহিমান্বিত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এ বিবৃতি দেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘‘২১ ফেব্রুয়ারি এ জাতির অহংকার ও গৌরবের দিন। ‘৭১ এর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার প্রথম ভিত্তি স্থাপিত হয়েছিল ‘৫২’র ভাষা আন্দোলনে। আমাদের ভাষা আন্দোলন কেবল একটি ভাষার অধিকারের সংগ্রাম ছিল না, বরং তা এ জাতির আত্মপরিচয় ও স্বাধীনতার আন্দোলনের ভিত্তি স্থাপন করে।’
‘সেই চেতনা নস্যাৎ করে স্বাধীনতাত্তোর বারবার একদলীয় শাসনের জগদ্দল পাথর জনগণের ওপর চাপানো হয়। গণতন্ত্রকে অদৃশ্য করে দুঃশাসনের বেড়াজালে গোটা জাতিকে অবরুদ্ধ করা হয়। ভয়াবহ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র-জনতার বিজয় সেই একুশের চেতনার দ্বারাই উদ্বুদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- আইনের শাসন, ন্যায়বিচার, সুষ্ঠু নির্বাচন-যা ফ্যাসিস্টরা ধ্বংস করে দিয়েছিল, সেটির পুনরুজ্জীবন ঘটাতে হবে, আর সেক্ষেত্রে একুশ আমাদের প্রধান প্রেরণা’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘২১ ফেব্রুয়ারি বাংলাদেশিদের জন্য একটি চেতনা, প্রেরণা এবং গভীর শ্রদ্ধার দিন। এদিনে জীবন উৎসর্গকারী ভাষা শহিদদের আমরা জানাই গভীর শ্রদ্ধা। এটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র এবং বহুভাষিকতা প্রচারের একটি দিন। আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে চর্চার মাধ্যমে অধিকতর সমৃদ্ধশালী করে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। যাতে জাতি হিসেবে বিশ্ব সভায় আমাদের সম্মান ও মর্যাদা আরও বেশি উচ্চস্থান লাভ করে।’
সারাবাংলা/এজেড/এইচআই