Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শব্দ দূষণকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: পরিবেশ সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ ‘হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ কর্মসূচির উদ্বোধন করেন

ঢাকা: তীব্র শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি বলেন, শব্দ দূষণ বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হাসপাতাল ও আবাসিক এলাকাসহ সব নীরব এলাকাকে শব্দহীন রাখতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেইটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে ‘হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ সচিব। এই কর্মসূচির মাধ্যমে রাজধানীর সাতটি পয়েন্টে জনসচেতনতা বাড়ানো হবে।

বিজ্ঞাপন

পরিবেশ সচিব বলেন, ‘এ কর্মসূচির আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচার চালানো হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিবহির্ভূত হর্ন ব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই কর্মসূচির আওতায় সচিবালয় এলাকা, শিক্ষা ভবন, জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা, আগারগাঁও শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বেতার মোড় ও নিউরোসায়েন্স হাসপাতালের সামনে সচেতনতামূলক প্রচার চালানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম ও অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসানসহ পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতর, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই

‘হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব ড. ফারহিনা আহমেদ