ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মাতৃভাষা দিবস পালনের আহ্বান মহিলা পরিষদের
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩
ঢাকা: আসুন আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মাতৃভাষা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হই। আন্দোলনের গৌরবময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু সই করা বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে লেখা হয়েছে, মহান ভাষা আন্দোলনে শহিদদের আত্মদান ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণ করা হচ্ছে, যাদের আত্মত্যাগের ফলে এই দিবসটি ইতিহাসের মাইলফলক হিসেবে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভাষা আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারী সমাজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলনের রক্তস্রোতের ধারায় বাঙালি জাতীয়তাবাদ, মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও ধর্মনিরপেক্ষতা বিকশিত হয়েছে, যার পূর্ণ প্রকাশ ঘটেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে।
সংগঠনটি মাতৃভাষা দিবসের প্রাক্কালে মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় এবং নারী নির্যাতনমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য কাজ করার প্রস্তাব দেয়।
এ ছাড়া মহিলা পরিষদ শিক্ষা নীতির ক্ষেত্রে একমুখি, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, মানবিক দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন জানায় এবং দেশে অন্যান্য জাতিগোষ্ঠীর মাতৃভাষার প্রতিষ্ঠা ও বিকাশের দাবি জানায়।
সারাবাংলা/এফএন/এইচআই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ মহিলা পরিষদ মহান শহিদ দিবস