বইমেলায় রিয়াজুল হকের ‘দ্য আর্ট অব পিস’
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৪
ঢাকা: অমর একুশে বইমেলায় লেখক রিয়াজুল হকের নতুন গবেষণাধর্মী বই ‘দ্য আর্ট অব পিস’ এসেছে। বিশ্লেষণধর্মী বইটি পবিত্র কুরআনের আলোকে লেখা হয়েছে।
বইটি সম্পর্কে লেখক রিয়াজুল হক বলেন, ‘আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে যে, পবিত্র কুরআন মনে হয় শুধু জান্নাতের শান্তির কথা বলা বলেছে। বিষয়টা আসলে সেরকম নয়। দুনিয়ায় কীভাবে শান্তিতে থাকা যায়, কুরআনে সেই কথাও উল্লেখ আছে।’
তিনি বলেন, ‘দুনিয়ায় শান্তিতে না থাকতে পারলে আপনি কোনোকিছুই ঠিক মতো করতে পারবেন না। এমনকি ঠিক মতো ইবাদত করার জন্য হলেও শান্তিতে থাকা প্রয়োজন। অর্থাৎ পরকালের প্রয়োজনেই দুনিয়ায় শান্তিতে থাকা দরকার। পবিত্র কুরআনের আলোকে লেখা বইটি পাঠকের জন্য মহৌষধের মতো কাজ করবে ইনশাআল্লাহ।’
প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষা থেকে ‘দ্য আর্ট অব পিস’ প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক। বইটি অন্বেষার ওয়েবসাইট, পিবিএস, রকমারিসহ অমর একুশে বইমেলায় অন্বেষার প্রকাশনের [৭০৯-৭১২ নম্বর] স্টলে পাওয়া যাচ্ছে।
সারাবাংলা/পিটিএম