Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধন হচ্ছে সরকারি ক্রয় আইন
মাতারবাড়ী বন্দর উন্নয়নসহ ক্রয় কমিটিতে ১১ প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০০

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি

ঢাকা: মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের তিনটি পৃথক প্যাকেজের পূর্তকাজ সম্পাদনসহ ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১৪ হাজার ৪৪১ কোটি ৬৭ লাখ টাকা। এর বাইরে একটি ভেরিয়েশন প্রস্তাবে একটি প্রকল্পে ১০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ক্রয় কমিটির বৈঠকের আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সম্পর্কিত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ (পিপিএ ২০০৬)’ এর অধিকতর সংশোধনের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত উভয় বৈঠকে সভপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ সরকার ও জাইকা’র অর্থায়নে বাস্তবায়নাধীন ‘মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)’ প্রকল্পের তিনটি পূর্তকাজ সম্পাদনে তিনটি পৃথক প্রস্তাব অনুম্দেন দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন বন্দর নির্মাণ অংশের প্যাকেজ-১ এর পূর্তকাজ সম্পাদনে ব্যয় হবে ৬ হাজার ১৯৬ কোটি ৬৭ লাখ টাকা। যৌথভাবে এ কাজটি পেয়েছে- জাপানি প্রতিষ্ঠান পেন্টা-ওশেন/টোয়া।

একই প্রকল্পের সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন সিডব্লিউ-৩বি প্যাকেজের পূর্তকাজ বাস্তবায়নে ব্যয় হবে ৩ হাজার ২০৯ কোটি ৪১ লাখ টাকা। এ কাজটি যৌথভাবে করবে টোকিউ-এমআইএল।

সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন আরেকটি পৃথক প্যাকেজের (সিডব্লিউ-৩সি) পূর্তকাজ সম্পাদনে ব্যয় হবে ৩ হাজার ৫৭৭ কোটি ৩৮ লাখ টাকা। এ কাজটিও যৌথভাবে করবে টোকিউ-এমআইএল।

বিজ্ঞাপন

বৈঠক সূত্র জানায়, অন্যান্যের মধ্যে বৈঠকে ভারতের বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল (ব্যয় হবে ২৬৫ কোটি ৭ লাখ টাকা); সৌদি আরবের মা’এডেন থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (ব্যয় হবে ২৯৯ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা); চায়নার গুয়াংশি পেঙ্গু ইকো-টেকনোলজি থেকে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড (ব্যয় হবে ৭৬ কোটি ৮৬ লাখ টাকা) আমদানি; মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে ২টি এবং যশোর ও নড়াইলে ২টি সারের বাফার গুদাম নির্মাণ (ব্যয় হবে যথাক্রমে ১২০ কোটি টাকা ও ১১৭ কোটি ৬০ লাখ টাকা); স্থল বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন সাসেক সংযোগ প্রকল্পের ২৩২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে একটি প্যাকেজ কাজ  বাস্তবায়নের অনুমোদন দেয়া হয়েছে।

এর বাইরে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের আওতায় তিনটি পার্টনারশিপ এলাকায় স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চুক্তির মেয়াদ ১২ মাস বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে চুক্তিবদ্ধ এনজিওগুলোর সঙ্গে চুক্তি মূল্য সংশোধনের (ভেরিয়েশন) প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ১০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় বাড়ছে।

সারাবাংলা/আরএস

ক্রয় কমিটি

বিজ্ঞাপন

খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর