Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আটক ৩


২১ জুন ২০১৮ ১৫:০৪ | আপডেট: ২১ জুন ২০১৮ ১৫:৫৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর রমনা ইস্কাটন গার্ডেনের একটি বাসা থেকে নির্যাতনের স্বীকার জাহিদুল ইসলাম শাওন (১২) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাত ১২টার দিকে ইস্কাটন গার্ডেনের ১২/এ নম্বর বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন, গৃহকর্তা মোজাফফর হোসেনের ছেলে তানজিরুল ইসলাম, মেয়ে তামান্না খানম ও তার স্বামী ইকবাল হোসেন।

রমনা থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, শাওন গত ৭ মাস যাব ইস্কাটন গার্ডেন গৃহকর্তা মোজাফফর হোসেনের বাসায় কাজ করতো। সে চাঁদপুর জেলার উত্তর সাহেবগঞ্জ গ্রামের জাহাঙ্গির হোসেন কালুর ছেলে।

এসআই মোশারফ নির্যাতনের স্বীকার শাওনের বরাত দিয়ে জানান, গত একমাস আগে টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে তানজিরুল ইসলাম মেয়ে তামান্না খানম ও স্বামী ইকবাল হোসেন মিলে তাকে মারধর করে। তিনজকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, শাওনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর