Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা প্রকাশ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০১

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা প্রকাশ চাকমা। ছবি: সারাবাংলা।

রাঙ্গামাটি: অপারেশন ডেভিল হান্টে রাঙ্গামাটি সদর উপজেলায় একটি বিয়ে অনুষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার বার্গী লেকভ্যালি রিসোর্টের বিয়ে অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিয়ে অনুষ্ঠানে খাওয়াদাওয়ার (ভোজ) পর্ব শেষে সবার মাঝ থেকে প্রকাশ চাকমাকে সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা আটক করে।

নিষিদ্ধ ঘোষিত রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি মো. রনি হোসেন বলেন, দুপুরে বার্গী লেকভ্যালিতে একটি বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। সেখান থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দোস মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তবে আটকের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে সাবেক ছাত্রলীগ নেতা প্রকাশ চাকমাকে আটক করা হয়েছে।’

সারাবাংলা/এসআর

অপারেশন ডেভিল হান্ট বিয়ের অনুষ্ঠান থেকে আটক রাঙ্গামাটি সাবেক ছাত্রলীগ নেতা আটক সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর