Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারিদ্র্য নারীদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান বিএনপিএস’র

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪১

ঢাকা: নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে দারিদ্র্য নারীদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।

সংগঠনটির পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত নারীদের আয়মূলক কাজ পুনরায় শুরু করার জন্য সহযোগিতা দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত নারী দলসদস্যদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়ার অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।

রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুননেছার সভাপতিত্বে ও বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম ও বিএনপিএস’র কেন্দ্রীয় সহকারি সমন্বয়কারী সিঁথি ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়োজনীয় সহযোগিতার অভাবসহ নানা কারণে দরিদ্র নারীরা পিছিয়ে পড়ছে। অনেক চেষ্টা থাকলেও সহায়তার অভাবে নিজের পায়ে দাড়াতে পারছে না। এমতাবস্থায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার উদ্যোগ নিলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। একইসঙ্গে জাতীয় উন্নয়নও নিশ্চিত হবে। তারা নারীদের ঋণ সহায়তা বাড়ানোর আহ্বান জানান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের প্রত্যেকে ৫ হাজার টাকার বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসা উপকরণ ও ব্যবসা সংশ্লিষ্ট সহায়তা সামগ্রী দেওয়া হয়।

সারাবাংলা/এফএন/এইচআই

বিএনপিএস

বিজ্ঞাপন

খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর