ছুরি মেরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সেমিস্টার ফি ছিনতাই
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৯
ঢাকা: রাজধানীর মালিবাগে ছিনতাই হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু রায়হান ইভান (২২)। তার কাছ থেকে সেমিস্টার ফি’র ৪৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মালিবাগ ও শান্তিনগরের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
আহত শিক্ষার্থী আবু রায়হান জানান, তার বাসা কলাবাগান নতুন থানার পাশে। মালিবাগের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিআইএসটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় সেমিস্টারে পড়াশুনা করেন।
তিনি বলেন, ‘ সাড়ে ১২টার দিকে বিকাশ থেকে ৪৫ হাজার টাকা তুলি। এই টাকা সেমিস্টার ফাইনালের জন্য কলেজে জমা দিতে হবে। টাকাগুলো নিয়ে গলির মধ্য দিয়ে যাওয়ার সময় চার যুবক ধারালো অস্ত্র নিয়ে আমার গতিরোধ করে। আমার টাকা ও ফোন নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই আমার দুই হাতে, বুকে ছুরিকাঘাত করে টাকা ও ফোন নিয়ে যায়।’
হাসপাতালে ইভানের বন্ধু জিসান রহমান বলেন, ‘খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ইভান রক্তাক্ত অবস্থায় পরে আছে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘মালিবাগ এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের দুই হাত, ও বুকের ডান পাশে জখমের চিহ্ন আছে। বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটা গুরুতর না হওয়ায় জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এইচআই