Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচনের আগে ছোট পরিসরে স্থানীয় নির্বাচন হতে পারে: নুরুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৮

নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুরুল হক নূর

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ছোট পরিসরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য কমিশনাররা ও ইসি সচিব উপস্থিত ছিলেন। সভা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ছিলেন।

বিজ্ঞাপন

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত বলে আমরা মনে করি। তবে ছোট পরিসরে স্থানীয় নির্বাচন আগে হতে পারে। কেননা, জন্ম নিবন্ধনের মতো সেবা মানুষ পাচ্ছে না। একজন আমলা আর কতটুকুই করতে পারে। অন্তত সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলাগুলোর নির্বাচন আগে হতে পারে।’

ভিপি নুর বলেন, ‘দুইটি বিষয় কেন্দ্রিক আলোচনা করেছি। সংকটকালীন সময়ে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছেন। তাদের পারফরমেন্সের ওপরে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে।’

তিনি বলেন, ‘‘এখন আগামী নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি কেমন, কী কাজ করছে-বিশেষ করে অনেক দিন ধরেই প্রবাসীরা ভোট দেওয়ার অধিকার চাচ্ছেন। তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে কমিশন কী কাজ করছে, এটা আদৌ সম্ভব কিনা সেই আলোচনা হয়েছে। কমিশন বলেছে তারা চেষ্টা করছে।’’

নুরুল হক নূর বলেন, ‘নির্বাচনের জন্য একটা দক্ষ প্রশাসন দরকার। গত ১৬ বছরের যে প্রশাসন কারচুপির নির্বাচন করেছে, তাদের দ্বারা কী করে সুষ্ঠু নির্বাচন সম্ভব? আগে বলতো আওয়ামী চেতনার উদ্বুদ্ধ। এখন কেউ বলছে গণ অধিকার পরিষদের লোক, কেউ বলে বিএনপির লোক, কেউ বলে জামায়াতের লোক। আবার কেউ বলে আমরা ছাত্রদের প্রতিনিধি। কাজেই এখনকার প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে, তাহলে তো নির্বাচনে এর প্রভাব পড়বে। তাই পরিষ্কারভাবে আমরা বলেছি যে নির্বাচনে যে দায়িত্ব পালন করবেন-রিটারিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তাসহ অন্যান্যরা, তারা যদি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকে সেটা যেন কমিশন আগেভাগেই নিশ্চিত করেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দলগুলোর পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে কিংবা রাজনৈতিক অঙ্গনেও এই আলোচনা চলছে যে স্থানীয় নির্বাচনগুলো আগে হওয়ার কথা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন প্রতিষ্ঠান, তারা কারো নির্দেশনায় নির্বাচন করবেন না। তবে তারা যেহেতু সংকটকালীন দায়িত্ব নিয়েছে, একটা অর্থবহ নির্বাচনের জন্য সেখানে রাজনৈতিক ঐকমত্য জরুরি।’

সারাবাংলা/এনএল/এইচআই

গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশন নুরুল হক নূর

বিজ্ঞাপন

ইয়ংমেন্সের জালে আবাহনীর গোল বন্যা
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪

আরো

সম্পর্কিত খবর