Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হলেন ছাত্রদল সভাপতি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩২

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে করা হয়েছে কলেজ ছাত্রদলের সভাপতি। ছবি: সংগৃহীত

নাটোর: সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। এই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে করা হয়েছে সভাপতি।

ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মো. শাকিল হোসেন। তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন। শাকিল হোসেন ছাত্রলীগের পদে থাকার প্যাডের একটি কপি গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। এ ছাড়া, আওয়ামী লীগের কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে সিংড়ার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র সমালোচনা।

বিজ্ঞাপন

এ ছাড়া, একই কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ পাওয়া মুনছের আলীর শেখ মুজিবের ছবি সম্বলিত গেঞ্জি পরিহিত ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ বিষয়ে জানতে চাইলে কলম ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি মো. শাকিল হোসেন বলেন, ‘আমার এলাকায় ছাত্রলীগের একজন নেতা ছিলেন। তিনিই কমিটিতে আমার নাম দিয়েছিলেন। আর বিগত সময়ে এলাকাভিত্তিক রাজনীতির কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানকার একটি ছবিই এখন ভাইরাল হয়েছে। বিষয়টি আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এটা এলাকার সবাই জানে।’

এ প্রসঙ্গে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘কলম ডিগ্রি কলেজের বিষয়টি আমি আংশিক জেনেছি ফেসবুকের মাধ্যমে। তবে আনুষ্ঠানিকভাবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নেব।’

সারাবাংলা/পিটিএম

ছাত্রদল সভাপতি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

বিজ্ঞাপন

ইয়ংমেন্সের জালে আবাহনীর গোল বন্যা
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪

আরো

সম্পর্কিত খবর