সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩০
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসপাচায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন (৩২), একই গ্রামের সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)।
আহত হয়েছেন মাগুরাডাঙ্গা গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে হারুন অর রশিদ (২৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ‘রাতে পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিল। পথে উল্লাপাড়ার চালা এলাকা পৌঁছলে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে রিকশার দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও এক যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
সারাবাংলা/এসআর