এমসি কলেজে শিক্ষার্থীকে শিবিরের নির্যাতন, প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩০
ঢাকা: সিলেট এমসি কলেজের এক শিক্ষার্থীকে ছাত্রশিবির কর্তৃক মারধর ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় তারা শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ছাত্রলীগের মতো আখ্যা দিয়ে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফের টিএসসি এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের ‘সিলেটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘গুপ্ত রাজনীতি চলবে না, চলবে না’, ‘রগ কাটার রাজনীতি বাংলাদেশে চলবে না’ ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, কিছুদিন আগেই ছাত্রলীগ এসব মারধর আর হুমকির কাজ করতো। এখন ছাত্ৰলীগ নেই সেই গুরুদায়িত্ব পালন করছে ছাত্রশিবির। শিবিরের রগ কাটার ইতিহাস অনেক আগে থেকেই পরিচিত। কিন্তু সেটি আবার ফিরে আসবে আমরা কল্পনা করিনি। সিলেটে শিবিরের যেসব কর্মী হামলা করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে বলে দাবি করেন বক্তারা।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ছাত্রলীগ যে স্টাইলে হামলা করেছে গতকাল ঠিক সেই স্টাইলেই হামলা করেছে শিবির। তারা নামে-বেনামে সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসগুলো দখলের চেষ্টা করেছে। আমরা এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মন্তব্যের জের ধরে মিজানুর রহমান রিয়াদ (৩০) নামে এমসি কলেজের এক শিক্ষার্থীর রগ কাটার চেষ্টা করেছে শিবিরের সন্ত্রাসীরা। একটি গুপ্ত সংগঠন ৫ আগস্টের পর থেকেই ছাত্রদের ঐক্য নষ্ট করেছে। সিলেটের এমসি কলেজের একজন শিক্ষার্থী একটি স্ট্যাটাস দিয়েছিল বলে ৭১ এর পরাজিত শক্তি শিবিরের কর্মীরা তাকে বেধরক পিটিয়েছে। সেই শিক্ষার্থী গুপ্ত সংগঠননকে ভালো পরামর্শ দিয়েছিল। কিন্তু তারা সেই পরামর্শ গ্রহণ না করে তার রগ কাটার চেষ্টা করেছে।’
এ সময় তিনি শিবিরকে হুঁশিয়ার করে বলেন, ‘আমরা ভেবেছিলাম আপনারা ৭১ এর পরাজিত শক্তি হলেও জাতির কাছে ক্ষমা চাইবেন। কিন্তু আপনারা একের পর এক মব সৃষ্টি করে দোকান খুলে বসলেন। আপনারা যদি ৭১ এর মতোই আচরণ করেন শিক্ষার্থীরা আপনাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। একটি উশৃঙ্খল ছাত্রজনতা ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সাধারণ শিক্ষার্থীর সেন্টিমেন্ট নিয়ে খেলা করবেন না। গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মব ক্রিয়েট করা ছাত্রদল মানবে না।’
উল্লেখ্য, সিলেটের এমসি কলেজে মিজানুর রহমান রিয়াদ নামের এক শিক্ষার্থীকে হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এমসি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ছাত্রাবাসের ১ম ব্লকের ১০১ নম্বর কক্ষে থাকেন তিনি।
সারাবাংলা/এআইএন/পিটিএম