Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো স্বৈরাচারী যাতে ফিরে আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩০

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

সিরাজগঞ্জ: এদেশে আর কোনোদিন যাতে কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে জাতীয় স্কাউট প্রশিক্ষণ-২ এর ৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভার্চুয়াল বক্তৃতায় এ কথা বলেন। ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’- এই স্লোগানে জাতীয় কমডেকার অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘শত শত ছাত্র-জনতা, যুবক ও কিশোরের রক্তের বিনিময়ে ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দেশের জন্য আত্মত্যাগ কখনও বৃথা যায় না।’

৭ম জাতীয় কমডেকারের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লবের তাৎপর্য ও মূল্য অত্যন্ত চড়া। স্বৈরাচারী সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে। আন্দোলনের উত্তাল সময়ে ঢাকার দেওয়ালে আঁকা গ্রাফিতি, রক্তাক্ত রাজপথের ছবি এবং আন্দোলনকারীদের মুখে মুখে বেড়ানো স্লোগান এখনো আমাদের মনে দাগ কাটে।;

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগ শুধু রাজনীতিতে নয়, আমাদের সংস্কৃতি ও সমাজে নতুন দ্বার উন্মোচন করেছে।’

৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের ৭ম জাতীয় কমডেকার কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটের এডহক কমিটির সদস্য ডা. মো. আমিনুল ইসলাম, খ. ম.রকিবুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন বক্তৃতা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৭ম জাতীয় কমডেকায় সারাদেশ থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের ৩২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় ৫ হাজার স্কাউট সদস্য অংশ নিচ্ছেন।

সারাবাংলা/পিটিএম

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা স্বৈরাচারী সরকার