Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যবসায়ীদের ভোগান্তি লাঘবে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১২

খুলনায় ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা

খুলনা: জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান বলেছেন, রাজস্ব আহরণ বৃদ্ধি ও ব্যবসায়ীদের ভোগন্তি লাঘবে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এখন অনলাইনে যেকোন স্থান থেকে আয়কর রিটার্ন জমাসহ সবধরনের সেবা পাওয়া যাবে।

শুধু বছরের একটা সময় নয়, বছরের যেকোন সময় এখন আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতাগন। এরফলে অডিট সিস্টেমও অটোমেটেড হবে। এতে কোন করদাতাকে আর ফাইলে সমস্যা বলে কোন কর্মকর্তা নিজ দপ্তরে ডেকে ভোগান্তি করতে পারবেন না।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মহানগরীর একটি হোটেলে ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ বছর ১ জুলাই থেকেই অনলাইনে রিটার্ন জমা নেওয়া হবে। এ ছাড়া করপোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে দেওয়া যাবে।’

ব্যবাসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের আগে দেশের স্বার্থ দেখতে হবে। দেশ ভাল থাকলে ব্যবসায়ীরাও ভাল থাকবে। একজন ব্যবসায়ীকে ব্যবসা পরিচালনার জন্য ১৯টি প্রতিষ্ঠান হতে সার্টিফিকেট নিতে হয়। এ সকল সার্টিফিকেট একজন ব্যবসায়ী যেন অনলাইনে আবেদনের মাধ্যমে নিতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। কোনো ব্যবসায়ীকেই আর কোন দফতরে যেতে হবে না। ঘরে বসেই একটি ল্যাপটপের মাধ্যমে তিনি সকল কাজ করতে পারবেন।’

খুলনা কর অঞ্চলের কমিশনার শ্রাবণী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ আতিকুর রহমান। এ সময় আয়কর আইনের নানা বিষয়ে বক্তব্য দেন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) এ কে এম বদিউল আলম এবং ভ্যাট আইনের নানা বিষয়ের ওপর বক্তব্য দেন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) ড. মো. আব্দুর রউফ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

খুলনা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর