Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টাকা পাচার ঠেকানোর কারণে এ বছর রিজার্ভ ৩০ বিলিয়ন ছাড়াবে’

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলছেন, অর্থনীতিতে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। তবে বিদেশি মুদ্রা ও রিজার্ভ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রিজার্ভের পতন কিছুটা হলেও থামানো গেছে। আইএমএফ’র কাছ থেকে এখনো এক টাকাও আসেনি। কিন্তু রেমিট্যান্স ২৪ শতাংশ বেড়েছে। এ মাসে ৩০ শতাংশ ছাড়াবে। এ বছর রিজার্ভ ৩০ বিলিয়ন ছাড়াবে। এর মূল কারণ টাকা পাচার ঠেকানো গেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএর) মিলনায়তনে ‘সেমিনার অন বাংলাদেশ ম্যাক্রোইকোনোমিক ল্যান্ডস্কেপ: চ্যালেঞ্জেস ইন দ্যা ব্যাংকিং সেক্টর অ্যান্ড দ্যা পাথ এহেড’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ইআরএফ আয়োজিত ওই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘কোনো দেশই পাচার করা টাকা পাঁচ বছরের আগে ফেরত আনতে পারেনি। আমরা চেষ্টা করছি। এই সরকারের পক্ষে সম্ভব না হলে পরবর্তী সরকার যেন এই কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যায়। তা না হলে এই উদ্যোগের কোনো সুফল মিলবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ডলার এখন বিক্রি হচ্ছে না। ব্যাংক ও কার্ব মার্কেটে ডলারের দরের ব্যবধান নেই বললেই চলে।’

রেমিটেন্সের দর ম্যানিপুলেশন হচ্ছে না দাবি করে গভর্নর বলেন, ‘দুবাইয়ে একটা গ্রুপ ডলার ম্যানুপুলেশনের চেষ্টা করেছিল। কিন্তু আমরা এতে প্রভাবিত হইনি। আমানতের প্রবৃদ্ধি কমার কারণে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমেছে। পলিসি রেট বাড়ার কারণেই যে কমেছে সেটা নয়। সরকারের ঋণ ১২ শতাংশ ছিল। সেটা কমে ৯ শতাংশ হয়েছে। এখন ব্যাংকগুলোকে প্রাইভেট সেক্টরে ঋণ দিতে হবে। শুয়ে শুয়ে পয়সা কামানো ব্যাংকিং নয়।’

বিজ্ঞাপন

ব্যাংকি খাত বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সংস্কারের কথা বলেন গভর্নর। তিনি বলেন, ‘কোনো একক পরিবার যদি একটি ব্যাংকের ৮৭ শতাংশ টাকা নিয়ে যায়, সেই ব্যাংক দাঁড়াতে সময় লাগে। এত কিছুর পরেও ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। তারা ঋণ দেওয়া শুরু করেছে।’

মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি একদিনে হয়নি। পলিসি টাইটেনিং করার পর অন্তত ১৮ মাস সময় লাগে এর বাস্তবায়ন ঘটাতে। আমাদের ক্ষেত্রে ছয় থেকে সাত মাস হয়েছে। অন্তত আরও পাঁচ মাস লাগবে এর একটি ভালো প্রভাব দেখতে। আমরা মনিটরি পলিসিকে এখনও সংকোচনমুখীই রেখেছি।’ ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে ব্যাংকিং খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংক অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানান গভর্নর।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বিদেশি মুদ্রার বিনিময় হার এখন অনেক বেশি স্থিতিশীল। রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেটও ভালো। আমাদের রেমিটেন্সের প্রবাহ ভালো।’ এলডিসি গ্রাজুয়েশনের বয়ান পরিবর্তনের কথা বলেন গভর্নর। তিনি বলেন, ‘আমাদের সমগোষ্ঠী কোনো দেশ এখন আর এলডিসিতে নাই। বাংলাদেশ ২০২১ সালেই এলডিসি থেকে বেরিয়ে এসেছে। কিন্ত আমরা আমাদের দেশের শিল্প খাতের চাপে আমরা এলডিসি উত্তরণের সময় বাড়িয়ে ২০২৬ সালে নিয়ে আসি। গ্রাজুয়েশনের অনেক ভালো দিক আছে। দরিদ্র হয়ে থাকার মধ্যে কোনো সন্মান নেই। আমরা কেন মধ্য আয়ের দেশ হতে পারব না। আমরা তো মধ্যম আয়ের দেশ হয়ে আছি। কেন আমরা ট্যারিফ সুবিধার জন্য নিম্ন আয়ের দেশ হয়ে থাকব।’

সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিনিয়োগ বাড়িয়ে মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ দুটি খাত হলো- ব্যাংক ও রাজস্ব খাত। তবে এনবিআরের কার্যকর সংস্কার না হলে ব্যাংক খাত এগোবে না।’ তিনি বলেন, ‘পাচারের টাকা ফেরত আনা সম্ভব। এ জন্য পাচারকৃত অর্থের আলটিমেট বেনিফিশিয়ারি কে তা খুঁজে বের করতে হবে।’

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আমরা এক সময় প্রবেলম ব্যাংক ছিলাম। এই ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৫৪ শতাংশ। এখন সেই ব্যাংকটি একটি ভালো ব্যাংকের পরিণত হয়েছে। এটা সম্ভব হয়েছে সুশাসন প্রতিষ্ঠার কারণে।’ ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিচালক নিয়োগের নীতিমালা আরও সুগঠিত করার সুপারিশ করেন পূবালী ব্যাংকের এমডি।

তিনি বলেন, ‘আইটি বেইজড সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে পলাতক কেউ ই-কেওয়াইসি দিয়ে ব্যাংক একাউন্ট খুলতে পারবে না। মুদ্রা পাচার প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে অন্য ব্যাংকের রিয়েল টাইম ইন্ট্রিগ্রেশন থাকার প্রয়োজনীয়তা রয়েছে।’

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইআরএফ’র সহ-সাধারণ সম্পাদক মানিক মুনতাসির।

সারাবাংলা/জিএস/পিটিএম

৩০ বিলিয়ন ইআরএফ গভর্নর পাচার রিজার্ভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর