Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিজয় সুনিশ্চিত, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৬

চুয়াডাঙ্গায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান

চুয়াডাঙ্গা: সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমান সবার আগে ঘোষণা দিয়েছেন, জুলাই বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত সকল রাজনৈতিক শক্তির সমন্বয়ে আগামীতে জাতীয় সরকার গঠিত হবে। তাই আগামীতে জনগণের ভোটে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হবে ইনশাআল্লাহ। বিজয় সুনিশ্চিত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

বিজ্ঞাপন

আমান উল্লাহ আমান বলেন, আগামী দিনের সরকার হবে তারেক জিয়ার সরকার, খালেদা জিয়ার সরকার।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ৬ বছর জেলে রেখে স্লো পয়জনিং করে তাকে অসুস্থ করে ফেলেছে শেখ হাসিনা। শেখ হাসিনা কিনা করতে পারে! ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এই ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ৫৭ বার ফাঁসি হবে। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। খুনি হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। আগামীতে শেখ হাসিনার বিচার হবে। এই বিচারে তার কতবার ফাঁসি হবে, তার কোনো হিসাব নেই ‘

সভার আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা ও খন্দকার আব্দুল জব্বার সোনা, মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার ও কৃষক দলের আহ্বায়ক মোকারম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা যুবদলের সভাপতি শরিফুজ্জামান সিজার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আমান উল্লাহ আমান চুয়াডাঙ্গা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর