ভাষা শহিদ স্মরণে শহিদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা
স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৬
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৬
ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সারাবাংলা
ঢাকা: অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ২ মিনিটে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এর আগে রাত ১১টা ৫৯ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহিদ মিনারে প্রবেশ করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
সারাবাংলা/এমএইচ/পিটিএম