Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতিকে শহিদ মিনারে আসতে না দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৬

শহিদ মিনারে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে আসতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহিদ মিনারের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘গো ব্যাক গো ব্যাক, চুপ্পু গো ব্যাক’, ‘শেখ হাসিনার খুনিরা, হুঁশিয়ার সাবধান’, ‘এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়’, ‘শহিদের রক্ত বৃথা যেতে দেব না’ স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে নতুনভাবে এই দেশ স্বৈরাচার মুক্ত করেছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে আমরা শহিদ মিনারে ঢুকতে দেব না। আমরা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি জানাচ্ছি।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

রাষ্ট্রপতি শ্রদ্ধা সাহাবুদ্দিন

বিজ্ঞাপন

খিলগাঁওয়ের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর