Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষা শহিদ স্মরণে শহিদ মিনারে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩৩ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৬

ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সারাবাংলা

ঢাকা: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১৪ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন ড. ইউনূস।

এর আগে রাত ১২ টা ২ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ড. ইউনূসের পর প্রধান বিচারপতি এবং উপদেষ্টা পরিষদ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

টপ নিউজ প্রধান উপদেষ্টা শহিদ মিনার শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর