Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৯

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে মানুষের ঢল। ছবি: সারাবাংলা

ঢাকা: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকেই আসছেন শ্রদ্ধা জানাতে। এ সময় তাদের হাতে ফুল, ফুলের ডালা, বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় প্রবেশ পথ খুলে দেওয়া হয়। এর পর শহিদ মিনারে মানুষের ঢল নামে।

বিজ্ঞাপন

শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষরা বলেন, ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা ভাষার জন্য জীবন না দিলে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। আজ ভাষা শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এর আগে, রাত ১২ টার অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শহিদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। ছবি: সারাবাংলা

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শহিদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। ছবি: সারাবাংলা

ড. ইউনূসের পর প্রধান বিচারপতি এবং উপদেষ্টা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করেন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছাত্রসংগঠনগুলোও শ্রদ্ধা নিবেদন। করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শহিদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
অমর একুশে ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সারাবাংলা

অমর একুশে ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সারাবাংলা

অমর একুশে ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাত দেড়টার দিকে সংগঠনটির পক্ষ থেকে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানোর সময় সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমাসহ কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।

শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটিও। রাতে জুলাই আন্দোলনে আহতদের হুইল চেয়ারে করে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে আহতদের সঙ্গে দেখা যায়।

শহিদ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ছবি: সারাবাংলা

শহিদ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ছবি: সারাবাংলা

এদিকে দিবসটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানুষের ঢল শহিদ দিবস শহিদ মিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর