চুয়াডাঙ্গায় ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৪
চুয়াডাঙ্গা: সারা দেশের মতো চুয়াডাঙ্গায়ও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত হচ্ছে। এ দিনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টায় ক্লাব সভাপতি রাজীব হাসান কচির সভাপতিত্বে ভাষা শহিদের আত্মত্যাগের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রেসক্লাব সদস্যরা ক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা নিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ করে।
এরপর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও জেলা পুলিশের পক্ষ থেকে খন্দকার গোলাম মওলা শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাক শরীফুজ্জামান শরীফ, ছাত্র দলের পক্ষে সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মমিন মালিতাসহ দলের সকল অঙ্গ সংগঠনের পক্ষে পূস্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষে সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ সকল সদস্যগণ এবং জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাক কামরুজ্জামান সেলিম শহীদ বেদীতে পূস্পমাল্য অর্পণ করেন।
তাছাড়া জেলার সিভিল সার্জন, আনসার ভিডিপি, সরকারি কলেজ, এলজিইডি, জেলা পরিষদ, সড়ক ও জনপথ, জেলা তথ্য অফিস, বিআরটিএ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, গণপূর্ত অধিদফতর, জেলা রেড ক্রিসেন্ট, পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদফতর, চুয়াডাঙ্গা পৌরসভাসহ সকাল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শহিদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সারাবাংলা/এনজে