Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশের প্রথম প্রহরে খুলনায় শহিদদের প্রতি শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৩

শহিদ হাদিস পার্কের শহিদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে ভাষা শহিদদের

খুলনা: অমর একুশের প্রথম প্রহর থেকে খুলনায় বিনম্র শ্রদ্ধায় মহান ভাষা শহিদদের স্মরণ করা হচ্ছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটের পর) মহানগরীর শহিদ হাদিস পার্কের শহিদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়।

এ সময় শ্রদ্ধা নিবেদন করেন খুলনা জেলা ও মহানগর কমান্ড, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপির কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাবের নেতা, খুলনা মহানগর বিএনপির নেতাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

এছাড়া সকালেও বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি বের করে এবং হাদিস পার্কে এসে নবনির্মিত শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে।

সারাবাংলা/এনজে

একুশে ফেব্রুয়ারি খুলনা শ্রদ্ধা

বিজ্ঞাপন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

আরো

সম্পর্কিত খবর