নরসিংদীতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৩
২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৩
নরসিংদী: নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামস্থ শহিদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।
পরে পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের নেতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা পুলিশ সুপার, প্রেসক্লাব নরসিংদী, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সারাবাংলা/এনজে