ফ্যাসিবাদ পতনেও একুশ অনুপ্রেরণা: রিজভী
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১
ঢাকা: শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে অন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় শহিদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে। ভাষার জন্য বিশ্বের কোনো দেশের মানুষ জীবন দেয়নি। বাঙালিরা মুখের ভাষা বাংলায় কথা বলতে জীবন বিলিয়ে দিয়েছে, যা সারা বিশ্বের কাছে বিস্ময়। ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করেছে। একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে প্রেরণার উৎস। নব্বইয়ের স্বৈরাচার পতনেও একুশের ভূমিকা রয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনার দেখেছেন এতো উৎপীড়ন এতো অত্যাচার এতো বন্দিত্ব, তারপরও তিনি তার জনগণ আর দেশে ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি আপনারা সংস্কার করবেন কিন্তু একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে, সেটা আপনারা শেষ করে সংসদ নির্বাচনের দিকে আপনারা এগোবেন।’
সারাবাংলা/ইএইচটি/এনজে