Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানুষের রক্ত ও ঘামে অর্জিত’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১২

জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পবিত্র খতমে কুরআন ও দু’আ মাহফিল

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্ত ও ঘামে অর্জিত। মাতৃভাষা আল্লাহর নিয়ামত।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পবিত্র খতমে কুরআন ও দু’আ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

ইসলামিকফাউন্ডেশন এর মহাপরিচালক আ. ছালাম খান আরও বলেন, ৮ ফাল্গুন আমরা এই দিবস পালন করার দাবি জানাই। দেশ ব্যাপী ভাষা শহিদ ও সম্পৃক্ত সবার কল্যাণ কামনা করে দোয়া করে সবাই দোয়া করবেন।

ইসলামিক ফাউন্ডেশন এর দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালক এসএম শফিউল আলম তালুকদার, পরিচালক তৌহিদদুল আনোয়ার, বজলুর রশিদ, পেশ ইমাম মুহিব্বুল্লাহ হিল বাকী সহ আরও অনেকে।

সারাবাংলা/ইএইচটি/এনজে

ইসলামিক ফাউন্ডেশন একুশে ফেব্রুরারি

বিজ্ঞাপন

২২তম দিনে নতুন বই এলো ১৪৪টি
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর