Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৯

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় পিষ্ট হয়ে সোহাগ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও চার জন।

নিহত সোহাগ বানিয়াজুরী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আরিচাগামী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডিম ভর্তি একটি ভ্যান গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ও রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী গুরুতর আহত হন।

পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে নিহত সোহাগকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় আহত আরও চারজনের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ট্রাকচাপায় নিহত নিহত মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর