শহিদ মিনারে রাজউক চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩০
ঢাকা: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাজউক চেয়ারম্যান জনাব মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.)।
এর আগে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরি নিয়ে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইজ) এর সামনে থেকে রাজউক চেয়ারম্যান এর নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীবৃন্দ কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখে যাত্রা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ), প্রধান প্রকৌশলী ও রাজউক এর বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও রাজউকের সকল জোনাল অফিস ও প্রকল্প অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ শ্রদ্ধা জ্ঞাপনের নিমিত্তে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ