Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ভাষাশহিদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

সারাবাংলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭

ময়মনসিংহ টাউন হল কেন্দ্রীয় শহিদ মিনারে পূষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ ও অন্যান্যরা

সারাদেশের বিভিন্ন জেলায় গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে মহান একুশে ফ্রেরুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ময়মনসিংহ:

মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহ টাউন হল কেন্দ্রীয় শহিদ মিনার শহিদ বেদিতে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ পূষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

পরে একে একে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা- মহানগরের নেতৃবৃন্দ, ময়মনসিংহ প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ পূষ্পার্ঘ অর্পণ করেন।

ময়মনসিংহ টাউন হল কেন্দ্রীয় শহিদ মিনারে রাতেই মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে উঠে শহিদ মিনার বেদি। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রক্তদান, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

নীলফামারী:
একুশের নতুন চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়েছেন নীলফামারীর সর্বস্তরের মানুষ।

জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন, বিচার বিভাগের পক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদুল করিম, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল, পৌরসভা, নীলফামারী প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে প্রথম প্রহরের শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষ হয়।

বিজ্ঞাপন

শহিদ মিনার এবং সংলগ্ন নবনির্মিত শিশু পার্ককে বাংলা বর্ণমালার সাজসজ্জায় সজ্জিত করা হয়। এদিন শহিদদের স্মরণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে প্রভাতফেরির আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অংশ নেয়। সকাল ৭টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পোস্টার, পুস্তক ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল:

বিনম্ব শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফা হক পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

টাঙ্গাইলে শহিদদের প্রতি পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন

এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. মিজানুর রহমান শহিদদের স্মরণে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে জেলা পরিষদ, পিবিআই, নৌ পুলিশ, সদর উপজেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল রাইফেলস ক্লাব, ভাষা সৈনিক আব্দুল মাতিন এর পক্ষে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বস্তরের জনতা শহিদদের স্মরণে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেশাত্ববোধক গানের অনুষ্ঠান।

এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

কক্সবাজার:

সারাদেশের ন্যায় কক্সবাজারেও বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ছাত্র প্রতিনিধি সাহিদুল ওয়াহিদ সাহেদ,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ সংশ্লিষ্টরা।

এছাড়া জেলা প্রশাসন, বিমানবাহিনী,পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্য ও সমন্বয়কবৃন্দ, জেলা পরিষদ,পৌরসভা,প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিকবৃন্দ,সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকেও ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ঠাকুরগাঁও:

মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজে অবস্থিত শহিদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

ঠাকুরগাঁয়ে শহিদদের প্রতি পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন

এরপর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পর্যায়ক্রমে শ্রদ্ধা নিদেন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জেলার সরকারি, বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিসহ সর্বস্তরের মানুষ।

এর আগে রাত সাড়ে ১১টা থেকে শ্রদ্ধাঞ্জলী, ব্যানার, ফেসটুন হাতে নিয়ে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকে শহিদ মিনার চত্বরে।

গোপালগঞ্জ:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা মহান শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ক্যাম্পাসের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গোবিপ্রবি’তে প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রভাতফেরি শুরু হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রভাতফেরি শুরু হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সকাল ৮টা থেকে সকল অনুষদ, বিভাগ, আবাসিক হল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এছাড়াও দিবসের কর্মসূচি হিসেবে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকৃত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সারাবাংলা/এসডব্লিউ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

আরো

সম্পর্কিত খবর