‘ভাষা আন্দোলন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন’
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৯
নরসিংদী: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘১৯৫২ সালে ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন নয়, ভাষা আন্দোলন এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। স্বৈরাচার কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে, কিন্তু চিরদিনের জন্য স্থায়ী হতে পারে না।’
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পলাশ উপজেলা কেন্দ্রীয় শহিদ বেধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ছাত্র-জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘ছাত্র-জনতা ২০২৮ সালে জুলাই-আগস্টে ফুসে উঠেছে সেই চুড়ান্ত মূর্হুতে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজতে বুঝতে হবে বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে প্রতিবাদ। আজকে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া কোন কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু ছাত্রদের অবদান, ছাত্রদের আত্মত্যাগ সবই বৃথা হয়ে যাবে।’
ড. আব্দুল মঈন খান বলেন, ‘আপনারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অর্থনৈতিক সাম্যের উন্নয়নে বির্নিমাণ করবেন।’
এদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রভাত ফেরির মিছিল শুরু হয়। ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ বেধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অগনিত মানুষ।
সারাবাংলা/এসডব্লিউ