Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে তিন মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৭

ছয় জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

সুনামগঞ্জ: সীমান্তবর্তী নদী যাদুকাটা, ঘাগটিয়া, শিমুল বাগানের পাড়সহ জামাইল্লার চর এলাকায় নদীর পাড় কেটে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে ছয় জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই সময়ে তিনটি বালি বোঝাই নৌকাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আঁধারে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় অভিযুক্তদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান। অভিযানে এ সময় সহযোগিতা করেন বিজিবি, আনসার ও জেলা পুলিশ।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন— বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে আমির হোসেন (২৬), অনন্তপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে আলমগীর (৩৫), শাহপুর গ্রামের নুর ইসলামের ছেলে মোফাজ্জল (২৪), একই গ্রামের রুস্তম আলীর ছেলে রায়হান (২৮), নুর ইসলামের ছেলে মুজাহিদ (২৬), বজলুরেন ছেলে রেজুয়ান (৩৪)।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দণ্ডপ্রাপ্তদের পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এইচআই

অবৈধভাবে বালু উত্তোলন সুনামগঞ্জ

বিজ্ঞাপন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩

আরো

সম্পর্কিত খবর