নরসিংদীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭
নরসিংদী: জেলার রায়পুরায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলের দুই আরোহী জঙ্গি শিবপুরে জুমুআর নামাজ শেষে দাওয়াত খেতে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পেছন থেকে ঢাকাগামী লাবিবা পরিবহণের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল হক বলেন, ‘ধাক্কা দেওয়া বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ দুটি উদ্ধার করার পর পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
সারাবাংলা/এইচআই