Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় পালিত অমর একুশ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৯

একুশের প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহিদ মিনার ভরে যায় নানান রঙ আর সুগন্ধীর ফুলে ফুলে

রাজশাহী: ভাষাশহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে অমর একুশে। দিবসটি উপলক্ষে শুক্রবার একুশের প্রথম প্রহরে রাজশাহীর বিভিন্ন শহিদ মিনারে সর্বশ্রেণির মানুষের ঢল নামে। ভোর পেরিয়ে সকাল হতেই নানান রঙ আর সুগন্ধী ফুলে ফুলে ভরে ওঠে শহিদ বেদি। অমর একুশের স্মরণে সকালে প্রভাত ফেরি বের হয়।

অমর একুশের কর্মসূচির মধ্যে রাত ১২টা ১মিনিটে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি এবং আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে ছিল রাজশাহী কলেজ শহিদ মিনার অভিমুখে প্রভাত ফেরি। মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার সদস্য ও সর্বস্তরের জনগণ প্রভাত ফেরিতে অংশ নেন।

বিজ্ঞাপন

দুপুরে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সকলে

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৭টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও ইনিস্টিউটের পক্ষ থেকে প্রভাত ফেরি করে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। দিনের কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা।

এদিকে, সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ‘জাতীয় জীবনে একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

রাজশাহী শহিদ দিবস পালন

বিজ্ঞাপন

বগুড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১

আরো

সম্পর্কিত খবর