প্রভাত ফেরি একত্ববাদ ও ইসলামবিরোধী— জামায়াত নেতা শাহজাহান
২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪
চট্টগ্রাম ব্যুরো: প্রভাত ফেরির মতো অপসংস্কৃতি আমাদের বাংলাদেশের তৌহিদি জনতার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, প্রভাত ফেরি একত্ববাদ ও ইসলামবিরোধী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর দেওয়ান বাজারে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম নগর জামায়াত এ সভার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘ভাষা আন্দোলনে যারা শহিদ হয়েছেন তারা অধিকাংশই মুসলিম পরিবারের সন্তান। প্রভাত ফেরির মতো একটি অপসংস্কৃতি আমাদের বাংলাদেশের তৌহিদি জনতার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ সংস্কৃতি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, ইসলামবিরোধীরা আমাদের ওপর চাপিয়ে দিয়েছিল। এই অপসংস্কৃতির বিরুদ্ধে সজাগ হতে হবে। এই প্রভাত ফেরি একত্ববাদ ও ইসলামবিরোধী।’
তিনি আরও বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটা ভাষা শহিদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষা যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষা রক্ষা করতে হবে। তাহলে ভাষা আন্দোলনের শহিদদের স্বপ্ন সার্থক হবে।’
নগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন নায়েবে আমির আবু জাফর মুহাম্মদ ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারশেনের নগর সভাপতি এস এম লুৎফর রহমান, কোতোয়ালী থানার আমির মুহাম্মদ আমির হোসাইন, পাঁচলাইশ থানার আমীর মাহবুবুল হাসান রুমি, বাকলিয়া থানার আমীর সুলতান আহমদ, চকবাজার থানার নায়েবে আমির আব্দুল হান্নান ও কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ।
সারাবাংলা/আইসি/পিটিএম