ঢাকা: রাজধানীর বঙ্গভবনের সামনে যাত্রীবাহী বাসচাপায় রাজিব হাওলাদার (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে।
পথচারী মো. সোহেল জানান, ‘ওই অটোরিকশাচালক যাত্রী নিয়ে বঙ্গভবনের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিকল্প পরিবহণের একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে আহত হয় রিকশাচালক। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে রিকশারযাত্রী অক্ষত আছেন।
রাজিবের বাবা রিপন হাওলাদার বলেন, ‘তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুলগ্রাম ডাসার এলাকায়। বর্তমানে সবুজবাগ মাদারটেক সরকারপাড়া এলাকায় থাকেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’