Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে স’মিলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৯

খিলগাঁওয়ে স’মিলে আগুন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার একটি স’মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে খিলগাঁয়ে দোতলা একটি স’মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় বর্তমানে ১০টি ইউনিট কাজ করছে।’

সর্বশেষ তথ্যানুযায়ী, আগুন স’মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগেছে এবং গাড়ির সিলিন্ডারগুলো বিস্ফোরিত হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এমনকি হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বলেন, ‘তালতলা মার্কেটের পাশে স’মিলের সঙ্গে গাড়ির গ্যারেজেও আগুন ছড়িয়ে পড়ে। পরে বিকট কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে, গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে। আগুন নতুন করে আশেপাশে কোথাও ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।’

সারাবাংলা/পিটিএম

আগুন খিলগাঁও স’মিল

বিজ্ঞাপন

‘সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে’
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৮

আরো

সম্পর্কিত খবর