Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৩

প্রতীকী ছবি। সড়ক দুর্ঘটনা

ঢাকা: রাজধানীর হাতিরঝিল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাইয়ান জাবির (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু মুশফিক (১৭)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় অন্য বন্ধুরা রাইয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যায়।

হাসপাতালে জাবিরের বন্ধু ইনসা আবির সানি বলেন, ‘বিকেলে দুই বন্ধু মুশফিক ও জাবির মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে জানতে পারি, হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে তারা। পথচারীরা তাদের মুগদা হাসপাতালে নিয়ে গেছে। খবর পেয়ে সেখান থেকে জাবিরকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আর আহত মুশফিককে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, মহানগর প্রজেক্ট এলাকার রাস্তায় সজোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় তারা।’

জাবিরের ফুফু ফাতেমা খাতুন খুশী জানান, তাদের গ্রামের বাড়ি ঠাঁকুরগাও সদর উপজেলার হাজিপাড়া গ্রামে। বর্তমানে দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবার সঙ্গে থাকতো। বাবার নাম রেজাউল করিম। জাবির বনশ্রী মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এক ভাই এক বোনের মধ্যে জাবির ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাতিরঝিল এলাকা থেকে বন্ধুরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বন্ধুরা জানায়, সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নিয়ন্ত্রণ মোটরসাইকেল স্কুলছাত্র নিহত

বিজ্ঞাপন

বগুড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০১

আরো

সম্পর্কিত খবর