ভাষা শহিদের শ্রদ্ধা জানাতে যায়নি নির্বাচন কমিশন
স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৫ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৫ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯
ঢাকা: বিগত সব নির্বাচন কমিশন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানালেও বর্তমান নির্বাচন কমিশনাররা ও সংস্থাটির সচিব শ্রদ্ধা জানাননি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সচিব বলেন, ‘আমার জানা মতে কমিশনাররা শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে যাননি।’
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কমিশন কেন যাননি? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমি যাইনি। তবে নির্বাচন কমিশনাররা ব্যক্তিগতভাবে গিয়েছেন কিনা, সেটা বলতে পারব না।’
এ বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার কে এম এম নাসির উদ্দিনের ব্যক্তিগত সহকারীর (পিএস) সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সারাবাংলা/এনএল/পিটিএম