Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ দিবসে রেকর্ড ৩০৭টি বই এসেছে মেলায়

সারাবাংলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৭

অমর একুশে বইমেলা। ছবি: সারাবাংলা

ঢাকা: আজ ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) অমর একুশে বইমেলার ২১তম দিন। এই একুশে ফেব্রুয়ারি অর্থাৎ ‘শহিদ দিবস’কে কেন্দ্র করেই ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজন করা হয় ‘অমর একুশে বইমেলা’। তাই দিনটি ঘিরে বইমেলার আবহ থাকে অন্যরকম। এবার এই দিনে মেলায় নতুন বই এসেছে ৩০৭টি, যা এ বছরের রেকর্ড।

এর মধ্যে গল্পের বই ৩৫টি, উপন্যাস ৪০টি, প্রবন্ধ আটটি, কবিতা ৮০টি, গবেষণা একটি, ছড়া চারটি, শিশুসাহিত্য একটি, জীবনী চারটি, রচনাবলি একটি, নাটক দু’টি, বিজ্ঞান আটটি, ভ্রমণ একটি, ইতিহাস তিনটি, চিকিৎসা পাঁচটি, ভাষা একটি, গণঅভ্যুত্থান চারটি, ধর্মীয় একটি, অনুবাদ তিনটি, অভিধান একটি, সায়েন্স ফিকশন একটিসহ অন্যান্য বই রয়েছে ৭৪টি।

বিজ্ঞাপন

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের নেতৃত্বে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠের আসর। স্বরচিত কবিতাপাঠে প্রায় দেড় শতাধিক কবি অংশ নেন। সভাপতিত্ব করেন কবি হাসান হাফিজ।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় অমর একুশে বক্ত‍ৃতা ২০২৫। স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘ভাষার লড়াই, গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

বিজ্ঞাপন

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি মোহন রায়হান এবং কবি আবিদ আজম। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রুম্মানা জান্নাত, কবি নিলয় রফিক ও কবি কাজিম রেজা। সংগীত পরিবেশন করেন শিল্পী শাহিন পারভীন, অধরা সরকার রিয়া, এ কে এম সাইদ হোসেন, তাহরিমা বতুল রিভা, লায়েকা বশীর, বিটু কুমার শীল, শেখ জেরিন শবনম, সৈয়দা সনজিদা জোহরা বীথিকা, শ্রাবণী পাইক, আরিফা নিশাত, বিভাস রঞ্জন মৈত্র, প্রেমা দাস। যন্ত্রাণুষঙ্গে ছিলেন শিমুল বড়ুয়া (তবলা), রাজিব আহমেদ (কি—বোর্ড), মো. মেজবাহ উদ্দিন (অক্টোপ্যাড), সাইদ হাসান ফারুকী (লিড গিটার) এবং পল্লব দাস (বেইজ গিটার)।

আগামীকাল শনিবার অমর একুশে বইমেলার ২২তম দিন। এদিন মেলা শুরু হবে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এর মধ্যে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম: কায়কোবাদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ইমরান কামাল। আলোচনায় অংশ নেবেন হাবিব আর রহমান। সভাপতিত্ব করবেন আবু দায়েন।

সারাবাংলা/পিটিএম

নতুন বই বইমেলা ২০২৫ রেকর্ড শহিদ দিবস

বিজ্ঞাপন

ঢাকায় রোদ, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪০

আরো

সম্পর্কিত খবর