Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েট ভিসির বাসভবনে শিক্ষার্থীদের তালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯

কুয়েট উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের ক্যাম্পাসের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভের পর তালা ঝুলিয়ে দেয়।

এর আগে ‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে ১৮ ফেব্রুয়ারির হামলার চিত্র প্রদর্শনী করে শিক্ষার্থীরা। যাতে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের কিছু শিক্ষার্থীর সহায়তায় বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা চালায় তার চিত্র ফুটে ওঠে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। এর পর থেকেই কুয়েট ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা।

সারাবাংলা/পিটিএম

কুয়েট টপ নিউজ তালা বাসভবন ভিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর