Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প
ভাষার গৌরবে অভিষিক্ত শহিদ বেদি

সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৯

‘আজ আমি শোকে বিহ্বল নই,
আজ আমি ক্রোধে উন্মত্ত নই,
আমি আজ রক্তের গৌরবে অভিষিক্ত…।’
হ্যাঁ বাঙালি মাত্রই ৫২-এর ভাষা শহিদদের রক্তের গৌরবে অভিষিক্ত। এই গৌরব যুগ যুগ ধরে বয়ে চলেছে বাঙালি। এই গৌরবেই বাঁচে বাঙালির চেতনা। ‘একুশে ফেব্রুয়ারি’ বাঙালির ভাষা এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। মুক্তি সংগ্রামের উদ্দীপনার একটি মৃত্যুহীন উৎস। ভাষার অধিকার আদায়ের এই দিনটি এখন ‘শহিদ দিবস’র পাশাপাশি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবেও স্বীকৃত। প্রতিবছর এই দিনটিতে আমরা শ্রদ্ধাভরে ভাষাশহিদদের স্মরণ করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজকের দিনটিতে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি জাতির শ্রদ্ধার্ঘ নিবেদনের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছবির গল্প ফুল শহিদ দিবস শহিদ মিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর